Amena-Baki Residential Model School & College SCMS

প্রতিষ্ঠাতা সভাপতির বাণী

আমার সামান্য সঙ্গতি ও প্রবল কামনা নিয়ে আধুনিক ও বিজ্ঞান সম্মতভাবে এলাকার শিশু কিশোরদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল স্থাপন করেছি। এটি হবে একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান । এখানে বাংলা ও ইংরেজি দুটি ভাষার মাধ্যমকে সমান গুরুত্ত্বদিয়ে শিক্ষার্থী প্রস্তুত করতে চাই। এজন্য দক্ষ উপযুক্ত শিক্ষক -শিক্ষিকা নিয়োগ করা হয়েছে প্রয়োজনে আরো যুগোপযোগী শিক্ষক নিয়োগ করা হবে। এখানকার সকল শিক্ষার্থী স্বচ্ছ চিন্তার অধিকারী হবে। এবং নতুন শতাব্দীর একটি চ্যালেঞ্জের মোকাবিলা করবে।
আমি দ্যারথহীন ভাবে প্রতিশ্রুতি দিতে চাই আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এমনভাবে শিক্ষার্থী তৈরি করবে যারা শুধু জাতীয় পর্যায়ে  আন্তর্জাতিক ক্ষেত্রে ও সাফল্য বয়ে আনবে, যাদের নিয়ে গর্বে ভরে উঠবে আমাদের প্রাণ ।
সকলের আশীর্বাদ ,শুভাশিস ও সহযোগিতা নিয়ে ১৬তম বর্ষে পদার্পণ করছে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান ।বিগত প্রাইমারী ও জুনিয়র বৃত্তি পরিক্ষাগুলিতে আশাতীত ফলাফল করেছে। থিক একই ভাবে ২০০৭.২০০৮,২০০৯,২০১০,২০১১,২০১২,২০১৩,২০১৪,২০১৫ সালে অনুষ্ঠিত এস এস সি পরিক্ষাতে অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রিরা শতভাগ উত্তীর্ণ হয়ে জেলায় ১ম স্থান অধিকার করে অন্যতম সেরা স্কুল হিসাবে পরিচিতি লাভ করছে । ২০১৩ সালে এস, এস, সি পরীক্ষায় অত্র স্কুলের শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ম স্থান অধিকার করে । ২০১৪ সালে বোর্ডে ৪র্থ ও জেলায় ১ম , ২০১৫ সালে শিক্ষা বোর্ডে ৬ষ্ঠ স্থান অধিকার করে জেলায় প্রথম । প্রতিষ্ঠানের আরো উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য আপনাদের সহযোগিতা , পৃষ্ঠপোষকতা এবং পরামর্শ একান্ত কাম্য।

অধ্যাপক (ডাঃ) এম আমজাদ হোসেন

( স্বাধীনতা পদক প্রাপ্ত )

প্রতিষ্ঠাতা ও সভাপতি
এ,বি ফাউন্ডেশন
আমেনা- বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ
চিরিরবন্দর, দিনাজপুর।